খোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬: আসুন দুর্নীতির বিরুদ্ধে একতা বদ্ধ হই, অঙ্গীকার করি নিজেরা দুর্নীতি করবো না, অন্যকেও দুর্নীতি করতে দিবো না এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ভোলায় মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২ টার দিকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ভোলা সদর রোডে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার লোক অংশ নেয়। এসময় বক্তারা বলেন, সমাজের রন্দ্রে রন্দ্রে আজ দুর্নীতি ছেয়ে গেছে। সেই জন্য বসে থাকলে চলবেনা। দুর্নীতির বিরুদ্ধে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। সময় এসেছে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। দুর্নীতি প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।