খোলা বাজার২৪, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬: মুন্সীগঞ্জে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে গণপূর্ত উপ-বিভাগ জামে মসজিদের উদ্যোগে পৌর মার্কেট ব্যবসায়ী ও উত্তর ইসলামপুরবাসীর সহযোগিতায় শহরস্থ কৃষি ব্যাংকের সামনে নগদ অর্থসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী দেওভোগ মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। রোববার জেলার বিভিন্ন স্থান থেকে আসা এসব ত্রাণ সামগ্রী দেওভোগ মাদ্রাসা কর্তৃপক্ষ ট্রাক যোগে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দেবে বলে জানা গেছে।
এসব ত্রাণ সামগ্রী সংগ্রহে সহায়তা করেন গণপূর্ত উপ-বিভাগ জামে মসজিদের ইমাম ও খতিব কে.এম. আমির হোসেন ভূঁইয়া, হাজী মো: দুলাল, সৈয়দ মাদবর, জাকির হাজী, সাংবাদিক গোলজার হোসেন, সেলিম ফরাজী, রায়হান ও লিমন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে নগদ ৩০ হাজার টাকা, ৬ বস্তা চিড়া, ৮০ কেজি গুর ও ২০ হাজার লোকের জন্য পুরনো শীতের কাপড়।