খোলা বাজার২৪, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬: “ভ্যাট দিচ্ছে জনগন দেশের হচ্ছে উন্নয়ন” এই স্লোগানকে সামনেরেখে বাগেরহাটে জাতীয ভ্যাট সপ্তাহ উপলক্ষে বর্ণঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় দপ্তরের আয়োজনে স্টেডিয়াম রোডের অফিস থেকে বর্ণঢ্যা র্যালি উদ্বোধন করেন কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার যুগ্ম কমিশনার কাজী ফরিদ উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, উপ কর কমিশনার রুপন চন্দ্র দাস, রাজস্ব কর্মকর্তা আব্দুল মালেক সরদার, রমিজ উদ্দিন আহম্মেদসহ স্থানিয় ব্যবসায়ী, সাংবাদিক, জেলা বিভিন্ন পর্যায় কর্মকর্তা বৃন্দ।র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা অফিস চত্বরে এসে শেষ হয়। যুগ্ম কর কমিশনার তার বক্তৃতায় উপস্থিত সকল ব্যবসায়ী কে মূল্য সংযোজন কর সরকারী কোষাগারে জমা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে গর্বিত অংশিদার হবার আহবান জানান।