Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬:  60 ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা হল রুমে রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে র‌্যালী শেষে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্তকর্তা (অঃ দাঃ) মোর্শেদ আলী খান। আলোচনা সভায় সহকারি কমিশনার ভূমি সারোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মাহফুজা বেগম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী। সহকারী শিক্ষক সেলিনা সিদ্দিকার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রধান শিক্ষক ফরিদা পারভীন, অর্থনৈতিকভাবে জয়িতা শিরিন সুলতানা, শিক্ষাক্ষেত্রে জয়িতা রোখসানা পারভীন, নির্যাতিত নারী জয়ীতা ননীবালা ও সমাজ উন্নয়ন বিষয়ক নারী তুফানশ্বরী। এসময় ৫ জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।