খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬: চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আইনি লড়াই ও আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিক নেতারা।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত মামলা পরিচালনা ও করণীয় নির্ধারণে গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পেশাজীবী সমাবেশ এবং শনিবার ( ১৭ ডিসেম্বর) দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত হয়।
কমিটির সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ও সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, এম নাসিরুল হক, মোস্তাক আহমদ, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, সিইউজে সহসভাপতি নিরুপম দাশগুপ্ত, প্রেসক্লাবের সহসভাপতি সালাহ উদ্দিন রেজা, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, ক্রীড়া সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সাবেক যুগ্ম সম্পাদক কাজী মহসিন, প্রেসক্লাবের স্থায়ী সদস্য নূর মোহাম্মদ রফিক, সমরেশ বৈদ্য, সাইফুদ্দিন খালেদ, আবিদ হোসেন, যীশু রায় চৌধুরী, মিন্টু চৌধুরী, রমেন দাশগুপ্ত, আল রাহমান, পুলক সরকার, দেবদুলাল ভৌমিক, মিহির চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় ঐক্যবদ্ধ সনাতন সমাজের ব্যানারে কিছু উচ্ছৃঙ্খল যুবক ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন সাংবাদিকরা।