Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬:  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চৌরাইট গ্রামে জমি জমার বিরোধ ও খলায় ধান তোলাকে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৪। আহতরা হলেন ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির চৌরাইট গ্রামের মৃত বছির উদ্দিন এর পুত্র মোঃ মঈনুদ্দিন (৬৫), তার স্ত্রী মোছাঃ আম্বিয়া বেগম (৫০), আনিছুর আলী (৩৫) ও পুত্র আহাদ আলী (২৯)। ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ই ডিসেম্বর সকাল ৬টায় বেতদিঘী ইউপির চৌরাইট গ্রামে মৃত মফিল উদ্দিন এর পুত্র মোঃ নূর ইসলাম মাষ্টার (৪৪), মোঃ মহসীন আলী (৪৮), ওবায়দুল ইসলাম (২৬), মেহেদুল ইসলাম (২৫), উভয়ের পিতা মোঃ মজিবরর রহমান (৪৬), মৃত রইচ উদ্দীন এর পুত্র মোঃ লতিফ (৪৮), মোঃ আরিফুল (২২), উভয়ের পিতা মোঃ মহসীন আলী, মৃত রইচ উদ্দীন এর পুত্র মোঃ মোবারক আলী (৫৫), মোবারক আলীর পুত্র মোঃ আব্দুল মানিক (৩২), মোঃ মাসুদ (৩০)।

উক্ত ব্যক্তিদ্বয়ের সাথে দীর্ঘদিন ধরে ২১ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঐ দিন তারা দলবদ্ধ হয়ে ধান কেটে এনে বাড়ির খুলিয়ানে তুলে জমি দখল করার চেষ্টা করতে গেলে একই গ্রামের মোঃ মঈনুদ্দিন তার স্ত্রী মোছাঃ আম্বিয়া বেগম, পুত্র মোঃ আনিছুর আলী, ও মোঃ আহাদ আলী বাধা প্রদান করেন। এরই মধ্যে উল্লেখ্য ব্যক্তিরা ছোরা, হাসুয়া, লাঠি, রড এনে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। এতে তারা মারাতœক ভাবে আহত হয়। এসময় মোঃ মঈনুদ্দিন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ঐ দিন ঘটনাস্থানে এসে মারাতœক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাৎক্ষনিক তাদেরকে স্থানীয় অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমান তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে মঈনুদ্দিনের পুত্র মোঃ আনিছুর আলী বাদি হয়ে গত ১৩ই ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলার অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।