খোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬: সারা দেশের মতো সিরাজদিখানেও যথাযোগ্য মর্যাদায় ৪৫ তম মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে, দিবসের শুভ সুচনার পরক্ষনেই উপজেলার শহীদ স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপির অঙ্গসংগঠন, সিরাজদিখান প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ। র্যালি, কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা সহ নানা আয়োজনে স্মরন করা হয় শহীদদের।
বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বেগম শাহিনা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, আওয়ামীলীগের সাধারণ সম্পদক এস এম সোহরাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক সাংস্কৃতি সংগঠন।
অপরদিকে যথাযোগ্য মর্যাদায় গজারিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত। দিবসটি উপলক্ষে উপজেলা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। স্বাধীনতার ৪৫ বছর পরে, ২০১৬ সালের এই দিনটি সাধারণ নিয়মেই ফিরে এসেছে। এ উপলক্ষ বলতে গেলে একরকম অতীতকে ঝালাই করে নেওয়া। এবং কী ঘটেছিল, সেটা পরের প্রজন্মকে জানিয়ে দেওয়া। বৃহ¯পতিবার রত ১২টা ১মিনিটে গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মো: আমিরুল ইসলাম শতাধিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ করেন। এর পর পু®পস্তবক অর্পণ করেন ছাত্রলীগ, যু¬ীগসহ আওয়ামী লীগের অংঙ্গ সংঘঠনের নেতাকর্মীরা। একই সময় উপজেলা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের শহীদদের স্মরণে শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ করে এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যার রেফায়েত উল্লাহ খাঁন, উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাহবুবা বিলকিস, অফিসার ইনর্চাজ গজারিয়া থানা হেদায়াতুল ইসলাম ভূইয়া। সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলয়ের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাহবুবা বিলকিস এর সভাপতিত্বে গজারিয়া পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেফায়েত উল্লাহ খাঁন তোতা (চেয়ারম্যার, গজারিয়া উপজেলা পরিষদ), অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যার, আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান, ফরিদা ইয়াসমীন, হেদায়াতুল ইসলাম ভূইয়া (অফিসার ইনর্চাজ গজারিয়া থানা), নজরুল ইসলাম সরকার বীর মুক্তিযোদ্ধা (কমান্ডার গজারিয়া উপজেলা), সরকারী বেসরকারী কর্মচারী কর্মকর্তসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ, ক্রিড়া প্রাতযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংম্বর্ধনা প্রধান করা হয়। বৃহ¯পতিবার সন্ধ্যায় গজারিয়া উপজেলা প্রাঙ্গণে বিজয় কনসার্টের আয়োজন করে উপজেলা প্রশাসন। বিজয় কনসার্টে সংগীত পরিবেশন করেন প্রাতিক হাসান,নাসির সহদেশের খ্যাতনামা সংগীতশিল্পীরা। বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের উদ্যেগে খেলার আয়োজন করা হয়।