খোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, রাজাকাররা আর বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। যতদিন লাল সবুজের পতাকা থাকবে, ততদিন বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে।
শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাজেদা চৌধুরী বলেন, বাংলার মাটিতে স্বাধীনতাবিরোধীদের ঠাঁই হবে না।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের চিহ্নিত করুন, যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংসদ উপনেতার ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরী, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহাফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া প্রমুখ।