Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জের কৃষক আন্দোলনের প্রবাদ পুরুষ শেখ মাহমুদুল হক মণিপীরের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয় । প্রয়াতের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শনিবার সকাল সাড়ে ৯টায় সমাধীতে পুষ্পমাল্য অর্পন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু ও সদস্য সাখাওয়াত হোসেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঝিনাইদহ জেলার পক্ষ থেকে আহ্বায়ক তোজাম্মেল হোসেন, কৃষক সংগ্রাম সমিতি ঝিনাইদহ জেলার সভাপতি ডাঃ ওলিয়ার রহমান, সদর থানার সম্পাদক ডাঃ সুকুমার বিশ্বাস, জাতীয় ছাত্রদল ঝিনাইদহ জেলার আহ্বায়ক মানবেন্দ্র দাস মিন্টু প্রমূখ। এছাড়া প্রয়াতের স্ত্রী মিসেস সেলিনা হকসহ স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় প্রয়াতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ করানো হয়। এরপর এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় স্কুলে মিলাদ ও সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য কালীগঞ্জ বাস টার্মিনালে কৃষক সংগ্রাম সমিতির পক্ষ থেকে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।