খোলা বাজার২৪, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬: রামপালের ফয়লাহাট এলাকার রনসেন পুরাতন বরফ কল এলাকার একটি পুকুরের ভিতর থেকে শনিবার বিকাল ৪টায় পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে । প্রাথমিকভাবে মৃতের নাম আলমগীর হোসেন (১৮) বলে জানা গেছে। সে ঝনঝনিয়া মালিডাঙ্গা এলাকার মোশাররফ হোসেনের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করেছে। নিহতের পিতা মোশাররফ হোসেন জানান,বৃস্পতিবার সন্ধ্যা ৭ টায় ব্যাবসার কাজ শেষে সে ভাগা এলাকা থেকে একটি মটরসাইকেল যোগে বের হয়। রাত ৯ টায় প্রয়োজনে তাকে মোবাইলে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর খোঁজাখুজির একপর্যায়ে মটরসাইকেল চালক ও নিহতের বন্ধু পলাশ জানায় তার মামা পারগোবিন্দপুর এলাকার হায়দার শেখ এর বাড়িতে নামিয়ে দিয়ে সে চলে আসে। পরবর্তীতে তাকে কোথাও পাওয়া না গেলে শুক্রবার রামপাল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। তার চাচাতো ভাই গ্রাম পুলিশ হুমায়ূন কবির জানান, পলাশ মামাবাড়ির কথা উল্লেখ করায় মামার একটি ভাড়াটিয়া যশোর ঝিনাইদাহ এলাকার মিরাজুল ও তার স্ত্রীরর ঘর দু’দিন যাবত তালাবন্ধ অবস্থায় থাকায় সন্দেহমূলক তালা খুলে সেখানে রক্তের দাগ এবং মেঝে ভেজা অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে খোজাখুজির এক পর্যায়ে মামা হায়দার শেখের একটি পকুরে আলমগিরের লাশ পাওয়া গেলে পুুলিশে খবর দিলে রামপাল থানার ওসি বেলায়েত হোসেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।