Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬:55
ঠাকুরগাঁও : জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তৃণমুল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান বালিকা হ্যান্ডবল খেলোয়ারদের আঞ্চলিক পর্বের অঞ্চল-৪ এর প্রশিক্ষণ কর্মসূচি’২০১৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থা ঠাকুরগাঁও এর আয়োজনে রবিবার বিকাল ৪টায় ঠাকুরগাঁও এর শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম-এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ জনাব রমেশ চন্দ্র সেন (এমপি)।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো,যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বপন,জেলা ক্রীড়া সংস্থার সা: সম্পাদক মাসুদুর রহমান বাবু,বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম,সদর থানার ওসি মো: মশিউর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে অংশগ্রহনকারী দল সমূহ হলো-রাজশাহী,রংপুর,পঞ্চগড়,দিনাজপুর,নওগাঁ,চাপাইনবাবগঞ্জ,লালমনিরহাট,জয়পুরহাট ও স্বাগতিক ঠাকুরগাঁও।