খোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
রোববার রাত ৯টার দিকে ডা. সেলিনা হায়াৎ আইভী গণভবনে যান। প্রায় এক ঘণ্টার বেশি সেখানে অবস্থান করেন। রাত ১০টার পর তিনি গণভবন থেকে বেরিয়ে আসেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, দু’দিন পরেই নির্বাচন। তাই আইভী প্রধানমন্ত্রীর দোয়া নিতে গণভবনে যান। এ সময় তিনি তার নির্বাচনী কৌশল ও নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।