খোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬: চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে শামসুন্নাহার (৪৮) এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় নগরীর কদমতলী এলাকায় এ ঘটনা ঘটেছে। রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলের শামসুন্নাহারের মৃত্যু হয়েছে বলে জানায় জিআরপি থানার পুলিশ। নিহত শামসুন্নাহার কুমিল্লার লাঙ্গলকোট এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী ।এসময় তার কোলে থাকা শিশু সন্তানটি প্রাণে বেঁচে গেছে।
রেলওয়ে পুলিশের (জিআরপি থানার) ওসি এসএম শহীদুল ইসলাম জানান, সকালে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার পরপরই কদমতলী এলাকায় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনটির নীচে কাটা পড়েন এক নারী। এসময় তার কোলে আড়াই বছরের এক সন্তান ছিল। শিশুটি বেঁছে গেছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।