Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬:56
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী বছরের ১৬ ডিসেম্বর মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হবে।

‘ডিজিটাল বাংলাদেশ আজ শুধু স্বপ্ন নয়; বাস্তবতা’- উল্লেখ করে তিনি বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা আজ পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছি। বিশ্বের অনেক দেশ এখন ডিজিটাল বাংলাদেশকে অনুসরণ করছে।’
বুধবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ছেফাতউল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির উদ্যোগে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খবর বাসসের
ছেফাতউল্লাহ উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ বি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক কুদরত আলী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার ৭১টি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে দুটি করে এবং ২৬ কৃতি শিক্ষার্থীর হাতে একটি করে ট্যাব তুলে দেন।