Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: 59মাত্র দেড় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মোস্তাফিজুর রহমান এক বিস্ময়ের নাম। বাঁহাতি এ পেসার খুব অল্প সময়ের মধ্যেই নিজের জাত চিনিয়েছেন।

গত জুলাইয়ে তিনি কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। তবে ওই ইনজুরির ধকল কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজে আবারও ফিরে এসেছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ।
চলতি বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন মোস্তাফিজ। প্রায় ছয় মাস ইনজুরির সঙ্গে লড়াই শেষে আবার সেই দলের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিনি।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার সেরা বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষেই। ৪ ওভার বোলিং করে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। তাই ‘কাটার মাস্টার’কে নিয়ে বেশ সতর্ক নিউজিল্যান্ড শিবির।
নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও কিউইদের মূল দলের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন মোস্তাফিজ। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে শুরু হবে ২৬ ডিসেম্বর।
নিউজিল্যান্ড গণমাধ্যমের বিশ্লেষণ, মোস্তাফিজের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের বোলিং আক্রমণকে আরও শাণিত করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভয়ংকর রূপ ধারণ করতে পারেন ‘কাটার মাস্টার’।
মোস্তাফিজ দুটি টেস্ট খেলে নিয়েছেন চার উইকেট। মাত্র ৯টি ওয়ানডে খেলেই নামের পাশে যোগ করেছেন ২৬ উইকেট। ১৩টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ২২ উইকেট।