খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬:
কাঁধের ইনজুরি প্রায় পাঁচ মাস মাঠের বাইরে রেখেছিল তাকে। কাল নিউজিল্যান্ডে ফিরলেন প্রস্তুতি ম্যাচে। দুই উইকেট নিয়ে শুরু হল তার নতুন পথচলা।
মোস্তাফিজুর রহমানের জন্য তার চেয়ে বড় সুসংবাদ, আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব জিতেছেন তিনি। তার জন্য যেমন এটা মহাআনন্দের খবর, তেমনি গোটা বাংলাদেশের জন্যও।
এই সুখবরে যারপরনাই আনন্দিত মোস্তাফিজের সতীর্থরাও। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো বার্ষিক পুরস্কার জেতার পর এই বাঁ-হাতি পেসারের প্রথম প্রতিক্রিয়া, ‘আলহামদুলিল্লাহ, আমাকে সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’ ‘কাটার মাস্টার’কে অভিনন্দন জানিয়েছেন তার সতীর্থরা। দেখে নেয়া যাক কে কী বলেছেন-
অভিনন্দন মোস্তাফিজ। আইসিসির উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার!!
-মুশফিকুর রহিম
আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব জেতায় মোস্তাফিজুর রহমানকে অভিনন্দন
-তামিম ইকবাল
অভিনন্দন মোস্তাফিজ। অগ্রযাত্রা অব্যাহত রাখো এবং বিশ্ব জয় করো। শুভ কামনা!
-মুমিনুল হক
দারুণ খবর। মোস্তাফিজ আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব জিতে নিল। প্রথম বাংলাদেশী হিসেবে সে আইসিসির এই বার্ষিক পুরস্কার পেল। অভিনন্দন মোস্তাফিজ!
-তাসকিন আহমেদ
অভিনন্দন! ফিজ
-এনামুল হক