খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলমপু রামকৃষ্ণ সারদা সেবাশ্রম এর উদ্যোগে এলাকার গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে ভেলাতৈর স্কুল মাঠে এ শীত বতস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পীরগঞ্জ পৌরমেয়র কশিরুল আলম, দিনাজপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী নামামৃতানন্দ, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, আলমপু রামকৃষ্ণ সারদা সেবাশ্রম উপদেষ্টা ভোলানাথ রায়, সভাপতি ভুপাল চন্দ্র রায়, মধুসুধন রায় ও বিশ্ব নাথ রায় উপস্থিত ছিলেন। ওই সময় ২ শতাধিক গরিব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।