খোলা বাজার২৪, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অক্সফোর্ড একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে অক্সফোর্ড একাডেমী চত্বরে অক্সফোর্ড একাডেমীর অধ্যক্ষ ও নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সাধারন সম্পাদক মজিদুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ,নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। বিশেষ অতিথি হিসাবে এসময় উপস্থিত ছিলেন ,নাচোল মহিলা কলেজের প্রভাষক মুনিরুল ইসলাম, উপজেলা স্কুলের শিক্ষক ও কবি আবু তালেব,নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি এম জোহরুল ইসলাম, সমাজ সেবক আব্দুর রহিম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। ফলাফল ঘোষনা শেষে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।