খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬: চাকুরী স্থায়ী করণের দাবীতে ঝিনাইদহে অবস্থান ধর্মঘট পালন করেছে নকল নবিশরা।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ এক্সটা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশনের কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক এ কর্মসূচী পালন করে তারা।
জেলা সাব রেজিষ্টার অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে সেখানে দিনব্যাপী এই কর্মসূচী পালন করে।
সেসময় জেলা ও উপজেলার নকল নবিশরা বক্তব্য রাখেন।
বক্তারা, তাদের চাকুরি দ্রুত স্কেলভূক্ত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।