Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬: 15রাজধানীতে এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ শাক-সবজির দাম প্রতি কেজিতে সাত থেকে ১০ টাকা কমেছে।

শুক্রবার রাজধানীর জিগাতলা ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
গত সপ্তাহে প্রতি কেজি করলা বিক্রি হয়েছে ৫০ টাকায়। যা আজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বেগুন ৪৫ থেকে কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙা ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, টমেটো ৪০ টাকা, বাধাকপি ১৫ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২০ টাকা (প্রতি পিস), ফুলকপি ২০ টাকা (প্রতি পিস), চিচিঙ্গা ৫০ টাকা, শিম ৩০-৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি ৫০ টাকা, কচুরমুখী ৪৫ টাকা, আলু ২০ টাকা, গাজর ৩০ টাকা, মিষ্টি কুমড়া (প্রতি পিস) ৪০ টাকা, লাউ ৩০ প্রতি পিস, পটল ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। খেজুরগুড় বিক্রি হচ্ছে ৯০-১৩০ টাকা।
নিউমার্কেট কাঁচাবাজারের এক বিক্রেতা বলেন, সবজির দাম গত সপ্তাহের তুলনায় অনেক কমেছে। ৭ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। সবজির আমদানি বেশি থাকায় দাম কমেছে।
এ ছাড়া বাজারে পেঁয়াজ, রসুন, আদা ও ডালের দাম অপরিবর্তিত আছে। পেঁয়াজ (দেশি) ২৮ টাকা প্রতি কেজি। পেঁয়াজ (আমদানি করা) ২৪ টাকা। রসুন ১৯০ টাকা কেজি। আদার দাম ১০ টাকা বেড়ে ১০০ টাকা কেজি।