Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬: বর্তমান সরকার সুপরিকল্পনা নিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। স্বাধীনতা অর্জনের পর আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। ২০১৮ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। শিল্পমন্ত্রী আরও বলেন, এ অঞ্চলকে এগিয়ে নিতে আমরা এরই মধ্যে ইকোনমিক জোন স্থাপন করেছি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কামাল হোসেনের সভাপতিত্বে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।
উৎসবে বিশেষ অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা, শিল্প ও আইনমন্ত্রী শ্রী তপন চক্রবর্তী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইকোনমিক জোনের চেয়ারম্যান প্রবণ চৌধুরী, ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী শ্রী কান্তজাম কবিন্দাস, সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, সৈয়দা সায়রা মহসিন, শফিউল ইসলাম মহি উদ্দিন, দিলীপ কুমার আগারওয়ালা, নিজাম উদ্দিন, তোছাদ্দেক হোসেন খান টিটু প্রমুখ।