খোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬: নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আর দাবি-দাওয়া না দিয়ে বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, নির্বাচন বানচাল করতে গিয়ে বিএনপি দেশব্যাপী হরতাল অবরোধের নামে জ্বালাও-পোড়াও করেছে। কিন্তু নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়েছে। এখন তারা বুঝেছে, ওই পথ সঠিক ছিল না। পরাজিত শক্তি হিসেবে ২০১৯ সালের নির্বাচনে যেতে হবে তাদের। তাদের অনুরোধ করব, আর দাবি-দাওয়া না দিয়ে নির্বাচনমুখী হন। ওই নির্বাচনে না গেলে ভুল করবেন।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাসব্যাপী বাণিজ্যমেলার আয়োজন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তোফায়েল আহমেদ এ সময় বলেন, পৃথিবীর অনেক দেশের ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হয়। সেই নির্বাচন সুষ্ঠুও হয়। প্রতিবেশী ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, এখানেও ক্ষমতাসীন সরকারের নির্বাচন হওয়া সম্ভব। ১০১৪ সালের আগে বিএনপি ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে জিতেছিল।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের আর্থ-সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, ২০১৭ সাল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের হবে না। কোন চ্যালেঞ্জ আসলেও সেটি মোকাবেলা করার সামর্থ্য বাংলাদেশের রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, ইপিবি’র ভাইস চেয়ারম্যান মাফরূহা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।