খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭: “সমাজ সেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন”শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস ২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় সমাজসেবা অধিদপ্তর সুনামগঞ্জ শাখা ও বিভিন্ন সেচ্চাসেবী সংঘটনের যৌথ আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে এক আলোচনাসভা অনুষ্টিত হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরক্তি জেলা প্রশাসক আইনুর আক্তার পান্না,অতিরিক্ত পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহের হোসেন প্রমুখ।