খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭: ভোলায় মাদ্রাসা ও এতিমখানায় দুম্মার মাংস বিতরণ ভোলায় পবিত্র মক্কা মদিনাতে হজ¦ব্রত পালনকারী হাজীদের দেওয়া কোরবানীর দুম্মার মাংস মাদ্রাসার ছাত্রছাত্রী ও এতিমখানার মধ্যে বিতরন করা হয়েছে।
বুধবার ( ৪ জানুয়ারি) ভোলা জেলা প্রশাসক এর কার্যলয় থেকে ৭ টি উপজেলার ৬০০ শতাধিক প্রতিষ্ঠানের মাঝে স্ব স্ব উপজেলার মাধ্যমে এই দুম্মার মাংস বিতরন করা হয়।
ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্ধোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার , অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আব্দুল হালিম, ইসলামী ব্যাংক ভোলা জেলা শাখার ম্যানেজার মো: জিল্লুর রহমান প্রমুখ।
প্রতি বছরের ন্যায় এবারও মক্কা মদিনা থেকে হাজীদের দেওয়া কোরবানীর ৫৫০ প্যাকেট দুম্মার মাংস এসেছে। এগুলো প্রতিটি উপজেলার মাদ্রাসা ও এতিম খানার মধ্যে এ মাংস বিতরন করা হয়েছে। উল্লেখ্য ইসলামী ব্যাংক এর মাধ্যমে ভোলায় আসা দুম্মার মাংস প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।