খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিভিও পেট্্েরাক্যামিকেল লিঃ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত ব্যাডমিন্টন লিগ এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়াম হলে শুরু হয়েছে । বিকালে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত থেকে এ লিগের উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠানের ডি এমডি নিজাম উদ্দিন মাহমুদ হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস ব্যাডমিন্টন সম্পাদক দিদারুল আলম,অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস যুগ্ম-সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী দিনে কোয়ালিটি,বাকলিয়া একাদশ,মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র,এলিট পেইন্ট ,নবীন মেলা,ব্রাদার্স ইউনিয়ন স্ব স্ব খেলায় জয় লাভ করেছে।