Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭:  48নরসিংদীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নরসিংদী জেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি নরসিংদী শাখার আয়োজনে সোমবার এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা শেষে বুধবার বিকেলে নরসিংদী স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মানোয়ার হোসেন, জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর নেযারত মো. শাহ আলম, বাসসের জেলা প্রতিনিধি আবু তাহেরসহ বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। পুরস্কার বিতরণের সময় আবু হেনা মোরশেদ জামান বলেন, আজকে যারা এ মাঠে খেলাধূলা করছো তারাই একনি দেশ মাতিয়ে তুলবে। যেমনটি করছে নরসিংদীর লিপি নামের মেসি, মারজিয়া, মাহমুদা আর সাদিয়া। আজকের শিশুরাই আগামী দিনের বড় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে একসময় অনেকেই ছোট দেশ বলে চিনতো। কিন্তু যেই ক্রিকেটের মাধ্যমে এগিয়ে যেতে শুরু করলাম সেই থেকে বিশ্ব অবাক হয়ে তাকাতে শুরু করে। আর তোমরা যখন দেশ মাতাবে তখন বিশ্ব খেলাধূলায় বাংলাদেশকে পেছনে ফেলার কোনো সুযোগ থাকবে না।