খোলা বাজার২৪,শনিবার, ৭ জানুয়ারি ২০১৭: অনুপ বিশ্বাস বিশ্বাস ১ম বিভাগ ফুটবলে পয়েন্ট ভাগাভাগি করেছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ও রাইজিং ষ্টার ক্লাব । শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় প্রথমে এগিয়ে যায় রাইজিং ষ্টার ক্লাব । প্রথমার্ধের ২৫ মিনিটে বশর একক প্রচেষ্টায় বক্সে ঢুকে প্লেসিং শটে দলকে এগিয়ে দেয়।।প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে রাইজিং ষ্টার ক্লাব।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ।২৪ মিনিটে বক্সেও ভিতর থেকে নওজোয়ানের নয়নের শট গোলে ঢুকার মুহুর্তে রাইজিংয়ের রক্ষনভাগের খেলোয়াড় সোহেলের হাতে লাগলে রেফারী শিমুল পেনাল্টির নির্দেশ দেয়।পেনাল্টি থেকে নওজোয়ানের শাহজাহানের শটে সমতায় ফেরে নওজোয়ান।(১-১)
এ খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন রাইজিং ষ্টার ক্লাবের শাহাবুল ইসলাম।খেলা শেষে তাকে পুরস্কার চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস।