Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭:  68রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

সোমবার দুপুর ২টা ৪০ মিনিটে বনানীর ১৭ নম্বর সড়কের ২১ বাড়ির ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
ভবনটিতে অনলাইন সংবাদমাধ্যম পরিবর্তন ডটকম, দৈনিক খোলাকাগজ এবং নীলসাগর গ্রুপের কার্যালয় অবস্থিত।
পরিবর্তন ডটকমের সিনিয়র সহ-সম্পাদক নাজিম উদ্দৌলা যুগান্তরকে জানান, ১৯ তলা ভবনটির নীচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে দোতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে।
নাজিম বলেন, পরিবর্তন কার্যালয় ভবনটির ১৮ তলায় অবস্থিত। সেখানে অনেক সাংবাদিক আটকা পড়েছেন। ভবনটির অন্য তলাগুলোতেও অনেক লোক রয়েছে বলেও জানান তিনি।