খোলা বাজার২৪, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭: গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে পলাশবাড়ী থেকে ৩০০ গজ দূরে রংপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্তকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, ‘বাবার দাফন শেষ করে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফেরার পথে গাইবান্ধার পলাশবাড়ীতে আমার গাড়িতে হামলা করা হয়।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর আরো বলেন, ‘মেয়েসহ আমি মাঝের গাড়িতে ছিলাম। আমাদের সামনে পুলিশের ভ্যান ও পেছনে আমার প্রাইভেট কারে পরিবারের অন্য সদস্যরা ছিলেন। রংপুর-ঢাকা মহাসড়ক দিয়ে পলাশবাড়ী পার হলে হঠাৎ রাস্তার ডান দিকে থেকে একটি মোটরবাইক এসে আমার গাড়িতে আঘাত করে। ওই হামলাকারীদের সঙ্গে আরো কতজন ছিল তা দেখতে পাইনি। দ্রুত আমাদের গাড়ি ওই স্থান ত্যাগ করে।’
তুরিন আফরোজ বলেন, ‘মনে হচ্ছে, ওরা অনেকজন ছিল। পরিকল্পিতভাবে আমার গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়েছে।’
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘অভিযোগের পর ঘটনাস্থল থেকে রানা নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।’
তুরিন আফরোজের বাবা তছলিম উদ্দিন আহমেদ গত মঙ্গলবার মারা যান।