খোলা বাজার২৪, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭: পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনের সিদ্ধান্তকে গনবিরোধী দাবী করে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২০ দলীয় ঐক্যজোটের শরিকদল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শেখ হাসিনা শহীদ জিয়ার নাম-নিশানা নিচিহৃ করতে চায়। কেননা শেখ মুজিব যেখানে ব্যার্থ শহীদ জিয়া সেখানে সফল হয়েছে। শেখ মুজিব গনতন্ত্র হত্যা করে বাকশাল করেছে অার শহীদ জিয়া গনতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছেন। জিয়ানগরের নাম পরিবর্তন অসুস্থ্য ও প্রতিহিংসার রাজনীতি উসকে দেবে। শেখ হাসিনা জিয়া পরিবার নিচিহৃ করতে চায়। তাই বেগম খালেদা জিয়াকে বাড়ী থেকে উচ্ছেদ করেছে, ক্ষমতা থেকে দুরে রেখেছে, তারেক রহমানকে নির্যাতন নিপীড়ন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে, অারাফাত রহমান কোকোকে অমানুষিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। অবৈধ সরকারের কাছে শহীদ জিয়ার নামের চেয়ে ইন্দুরের নাম পবিত্র। তাই জিয়ানগর নাম পরিবর্তন করে ইন্দুরকানী করার সিদ্ধান্ত নিয়েছে। বিনা ভোটের মাধ্যমে অাইন শৃংখলা রক্ষাকারী বাহীনি ও জনপ্রশাসনকে জিম্মি করে ক্ষমতায় টিকে অাছে। জনভিত্তিহীন সরকারের এ সিদ্ধান্ত জিয়ানগরসহ দেশবাসীর হৃদয়ে কুঠারাঘাতের করেছে। জনগনের সরকার কায়েম হলে জিয়ানগর উপজেলা নাম পুর্নবহাল করা হবে।