খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭: অপহরণের ১১ দিন পর গত বুধবার রাতে গাইবান্ধা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রীকে (২০) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই ছাত্রীটিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের হাটলক্ষ্মীপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। গত ১ জানুয়ারি ছাত্রীটি কলেজ যাওয়ার পথে অপহরণ হয়। তার বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একটি গ্রামে। ইতোপূর্বে অপহৃত ওই কলেজ ছাত্রীকে উদ্ধার ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধা সরকারি কলেজে পরিবার, ছাত্রছাত্রী ও ছাত্রলীগের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচী পালিত হয়।