খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭: উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এ স্লোগানকে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপি উন্নয়ন মেলায় বিতর্কে জড়ায় শিক্ষার্থীরা। বুধবার ১১জানুয়ারি সমাপনি দিবসের কর্মসূচি সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতায় পাল্টাপাল্টি যুক্তি খন্ডানোর মাধ্যমে এ বিতর্ক চলে।
পৌর কমিউনিটি সেন্টার মাঠে স্কুল ও কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের নির্দেশনায় বিতর্ক প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুবউল করিম। এসময় উপস্থিত উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণির দর্শণার্থীদের মুহুর্মুহু করতালিতে পুরো অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে উঠে।