খোলা বাজার২৪, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭: সিরিয়ায় সামরিক বিমানবন্দরে ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে। ইসরাইল রকেট হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরীয় সেনাবাহিনী। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী ও অ্যাম্বুলেন্স অবস্থান করছে।
বৃহস্পতিবার মধ্য রাতে পশ্চিম দামেস্কের ‘আল মাজেহ বিমানবন্দর’–এ পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওয় সেই দৃশ্য ধরা পড়েছে। কে বা কারা হামলা চালিয়েছে সেব্যাপারে সরকারি বিবৃতি পাওয়া না গেলেও, রাষ্ট্রীয় সংবাদসংস্থা ‘সানা’–কে দেয়া ইন্টারভিউয়ে হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছেন সিরীয় সেনা কর্মকর্তারা। বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে উত্তর ইসরাইলের কিনারেত লেক-সংলগ্ন এলাকা থেকে বেশ কয়েকটি রকেট ছোঁড়া হয়। সবকটি বিমানবন্দরের মধ্যে গিয়ে পড়ে। তাতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
রকেট হানার ফলে প্রাণহানি না হলেও, বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমা বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলেও দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের।
সিরিয়ার রাজধানী দামাস্কাসের দক্ষিণ পূর্ব অঞ্চলে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাসভবন থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে বিমানবন্দরটি অবস্থিত। কিছুদিন আগে পর্যন্ত বিদ্রোহীদের নিশ্চিহ্ন করতে সেখান থেকেই রকেট হানা চালানো হতো। বিদ্রোহীদের হাত থেকে আলেপ্পো উদ্ধার করতে আসাদ সরকারের সঙ্গে হাত মিলিয়েছে লেবাননের ‘হিজবুল্লাহ সংগঠন।’ তাদের নিশানা করে এর আগেও হামলা চালিয়েছে ইসরাইল। লেবানন সীমান্ত দিয়ে সিরিয়ায় অস্ত্রশস্ত্র পাঠানোর সময়ও ইসরাইলি বিমান হানার মুখ পড়তে হয়েছে তাদের। ২০১৩ সালে দামেস্কেকের ‘আল মাজেহ বিমানবন্দর’–এর হামলা হয়েছিল। সেবারও ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে আজ পর্যন্ত দায় স্বীকার করেনি তারা।