Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭:16 ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচনে জয়ী সাধারন সস্পাদক বাবুল হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ময়মনসিংহে কর্মরত বেশ কয়েকটি টেলিভিশন সাংবাদিক। ফলাফল ঘোষনার পর পরই ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহে বৈশাখী টিভির প্রতিনিধি আ ন ম ফারুক, চ্যানেল নাইন ও এনবিএস এর স্টাফ রিপোর্টার রিপন গোয়ালা অভি, মাই টিভি প্রতিনিধি এস এম হুমায়ুন কবীর, দেশ টিভির প্রতিনিধি ইলিয়াস আহমেদ, এশিয়ান টিভির প্রতিনিধি আবু তোরাব রাসেল, মোহনা টিভি প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন, দীপ্ত টিভি প্রতিনিধি সৌরভ দত্ত দিপুসহ আরো অনেকে। এসময় সাধারন সম্পাদক বাবুল হোসেন টিভি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন সাংবাদিকদের কে এক হয়ে কাজ করতে হবে।

দৈনিক যুগান্তরের ময়মনসিংহ ব্যুরো চীফ আতাউল করিম খোকনকে পরাজিত করে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন দৈনিক জনকন্ঠের ও ৭১ টিভির স্টাফ রিপোর্টার বাবুল হোসেন।

উৎসবমুখর পরিবেশে শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান বেসরকারীভাবে বাবুল হোসেনকে সাধারন সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচিত সাধারন সম্পাদক বাবুল হোসেন ভোট পেয়েছেন ৪২ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আতাউল করিম খোকন পেয়েছেন ৩৪ ভোট।

নির্বাচিত অন্যরা হচ্ছেন সহ-সভাপতি পদে এজেড এম ইমাম উদ্দিন মুক্তা, ডা. কে আর ইসলাম, কোষাধ্যক্ষ পদে ফারুকুজ্জামান খান, যুগ্ম সম্পাদক পদে সাইফুল ইসলাম, বিভাগীয় সম্পাদক পদে আমিনুল ইসলাম, অমিত রায়, মামুন মাহফুজ এডভোকেট ও মোস্তাফিজুর রহমান, সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক মুহাম্মদ রিয়াজুল ইসলাম, মীর গোলাম মোস্তফা, আনোয়ারুল হাসান রুমী, এডভোকেট মোজাম্মেল হক, মো. আব্দুল হাসিম, এম এ মতিন ও শ্রী রবীন্দ্রনাথ পাল। নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক মহলে ছিল উৎসমুখর পরিবেশ।

উল্লেখ্য যে, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি পদে জেলা প্রশাসক থাকেন।