Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭:  14নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উদ্যোগে চাকুরি নিয়ে বিদেশ গমনেচ্ছুকদের রেজিস্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট সেবাদান কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে। বিদেশ যাব বৈধ পথে, চাকরি করবো নিরাপদে, ‘উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে’ এ দু’টি উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে বৈধ উপায়ে চাকরি নিয়ে বিদেশগামীদের সরকারি বিধিমালায় ফিরিয়ে আনতে নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর অপর্যাপ্ত জনবল নিয়ে নিরলস ভূমিকা রেখে আসছে। নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়টি সরকারের অতীব গুরুত্বপূর্ণ দপ্তরসমূহের মাঝে অন্যতম হলেও পর্যাপ্ত জনবলের অভাবে ও অবকাঠামোগত উন্নয়ন না থাকাসহ সার্বিক ব্যবস্থাপনার অভাবে বিগত সময়ে জেলাবাসীর নিকট যে অফিসটির তেমন কোন গুরুত্বই ছিল না, দিন বদলের পালায় সেই অকার্যকর সরকারি দপ্তরটি বর্তমানে নরসিংদীবাসীর অতীব গুরুত্বপূর্ণ কার্যালয় হিসেবে সফলতার সঙ্গে অবস্থান সুদৃঢ় করা এবং সুনাম অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্র জানায়, অপর্যাপ্ত জনবল, সেবাদান কার্যক্রমের অনুপযোগিতা, অপর্যাপ্ত ব্যবস্থা, ভাড়াটিয়া অফিস কার্যালয়, ফার্নিচারের ব্যাপক অপ্রতুলতাসহ বিভিন্ন সমস্যা অতিক্রম করেই সরকার কর্তৃক প্রদেয় বিধিমালা অনুসরন সাপেক্ষে কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি কার্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে নিরলসভাবে অবিরাম দায়িত্ব কর্তব্য পালনসহ নরসিংদীবাসীর সেবায় কার্যালয়টিকে তৎপরতা বৃদ্ধি করতে আমরা সক্ষম হয়েছি। ২০১৬ সনের ৬ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত চাকরি নিয়ে বিদেশ গমনেচ্ছুক নরসিংদীর ২ হাজার ৩ শত ৮৮ জন নারী-পুরুষের রেজিস্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট সেবা প্রদানে সক্ষম হয়েছি। বৈধ পন্থায় সরকারি নিয়মানুযায়ী চাকরি নিয়ে বিদেশগামীদের নিবন্ধনসহ ফিঙ্গারপ্রিন্ট করার জন্য জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে আসার জন্য অনুরোধ জানান। কার্যালয় সূত্র, রেজিস্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট ধারীদের ভিসা-পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারো, ঢাকা’র অনুকূলে রেজিস্ট্রেশন ফি-বাবদ ২ শত টাকার পে-অর্ডার প্রবাসী কল্যাণ ব্যাংক অথবা সোনালী ব্যাংক নরসিংদী প্রধান শাখা থেকে গ্রহণ পূর্বক এর কপি সঙ্গে নিয়ে আসার জন্য আহ্বান জানান।