Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭: 201দেশের সকল অসহায় শীর্তাতদরে সাহায্যে সরকার ও বত্তিবানদরে আরো বশেি এগয়িে আসা উচতি বলে অভমিত প্রকাশ করছেনে আর্দশ নাগরকি আন্দোলনরে প্রতষ্ঠিাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান।তনিি বলনে, “মানুষ মানুষরে জন্য-জীবন জীবনরে জন্য” প্রবাদটি আজ শুধু মুখে আর খাতা কলমে সীমাবদ্ধ আছ।ে এই প্রবাদটি বাস্তবরূপে আনতে পারলে আমাদরে সমাজ ও দশে আরো অনকে এগয়িে যতে। তাই দশেরে উত্তরবঙ্গ সহ বভিন্নি অঞ্চলরে অসহায় শীর্তাতদরে সাহায্যে দল-মত,র্ধম-র্বণ নর্বিশিষেে সকল নাগরকিদরে বশিষে করে সরকার, সমাজরে বত্তিবানদরে আরো বশেি এগয়িে আসা উচতি।আজ দুপুরে ‘আর্দশ নাগরকি আন্দোলন-ওফবধষ ঈরঃরুবহ গড়াবসবহঃ’ ও ‘বাংলাদশে ন্যাশনাল স্টুডন্টে অরগানাইজশেন’-এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জলোর ভাউলাগঞ্জ উপজলো পরষিদ মলিনায়তনে অসহায় শীর্তাত মানুষরে মাঝে শীতবস্ত্র-বতিরনরে সময় তনিি এসব কথা বলনে।

তনিি অত্র এলাকার শীর্তাত মানুষরে কষ্ট নজিে অনুভব করে বলনে, এই উত্তরবঙ্গরে মানুষ কতটা কষ্টে জীবন-যাপন করছে তা দূর থকেে অনুভব করা সম্ভব নয়। আমরা গত দুইদনিে এই অসহায় মানুষগুলরি সাথে থকেে বুঝতে পরেছেি তারা কতটা কষ্টে জীবন-যাপন করছনে। তাই এই অসহায় মানুষরে পাশে দাঁড়ানো আমাদরে মানবকি ও নতৈকি দায়ত্বি।

১নং চলিাহাটি ইউনয়িন পরষিদরে সাবকে মম্বোর আনসারুল ইসলাম শলিুর সভাপতত্বিে এসময় উপস্থতি ছলিনে পঞ্চগড় জলো পরষিদরে সংরক্ষতি সদস্য তানজনিা ইয়াসমনি মানকি, বশিষ্টি ব্যবসায়ী জাকরি হোসনে, বএিনএসও’র উপদষ্টো মাসুম বল্লিাহ, বএিনএসও’র সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আবু সাঈদ ইয়াছরি, আর্দশ নাগরকি আন্দোলনরে সাধারণ সম্পাদক এডভোকটে আল-আমীন, সাংগঠনকি সম্পাদক মহউিদ্দনি মাহ,ি র্অথ বষিয়ক সম্পাদক আবু সাঈদ পাটোয়ারী, শল্পি ও বাণজ্যি বষিয়ক সম্পাদক মান্নান নাবলি, মো: মনরি হুসাইন প্রমূখ।

এদকিে ‘আর্দশ নাগরকি আন্দোলন-ওফবধষ ঈরঃরুবহ গড়াবসবহঃ’ ও ‘বাংলাদশে ন্যাশনাল স্টুডন্টে অরগানাইজশেন’-এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জলোর ভাউলাগঞ্জ, কালগিঞ্জ, দবেগিঞ্জ, কালরিহাট সহ বভিন্নি এলাকার শীর্তাত মানুষরে মাঝে শীতবস্ত্র বতিরণ করা হয়।