Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খােলা বাজার২৪, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারের ইচ্ছা অনুযায়ী দলীয় ও মেরুদণ্ডহীন লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
আজ শনিবার রাতে জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি সব দলের কথা বিচার করে নিরপেক্ষ নির্বাচন কমিশন নিয়োগ দেবেন।
সভায় জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবীর মুরাদ সভাপতিত্ব করেন।
শক্তিশালী কমিশনের পাশাপাশি নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, শুধু নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন হলেই নির্বাচন সুষ্ঠু হবে না। নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার হতে হবে। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কোনো দলের নয়। তিনি দেশের রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে আমরা দেখা করেছি, লিখিত কিছু বিষয় দিয়েছি। আওয়ামী লীগও দেখা করেছে, লিখিত দিয়েছে। এখন তাঁর উচিত হবে, সবার বিষয়গুলো বিচার-বিশ্লেষণ করে নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা।’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কোনো জনপ্রিয়তা নেই দাবি করে বিএনপি প্রধান বলেন, ‘তারা (আওয়ামী লীগ) এরশাদকে বি টিম হিসেবে রাখছে। নিজেরা ক্ষমতায় না আসলে যাতে এরশাদকে ক্ষমতায় বসানো যায়। কিন্তু তার কোনো জনভিত্তি নেই।’
খালেদা জিয়া আরও বলেন, ‘যখনই কোনো সামরিক সরকার ক্ষমতা দখল করে, তখনই আওয়ামী লীগ তাদের সমর্থন করে, পাশে দাঁড়ায়। তারা এরশাদের পাশে দাঁড়িয়েছিল। ফখরুদ্দীন-মঈনুদ্দিনকেও সমর্থন দিয়েছিল। তাদের হাত ধরেই ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ এতগুলো আসন পায়। কারণ, এতগুলো আসন না দিলে ফখরুদ্দীন-মঈনুদ্দিনকে বাঁচানোর জন্য সংসদে বিল পাস করতে পারত না।’
এ সময়ে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।