খােলা বাজার২৪, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, সরকার দলীয় গাইবান্ধা-১ আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার এক নম্বর আসামি খালেদা জিয়া। খালেদাকে জবাব দিতে হবে, কেন তাকে হত্যা করা হলো। আপনার যখন ইচ্ছা গাড়ি পোড়ান, মানুষ হত্যা করেন। সুতরাং এখানে স্বাক্ষী প্রমাণের বিষয় নয়।
বোরবার বিকেলে জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের শুরুর দিন নিহত লিটনের স্মরণে শোক প্রস্তাবের পর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, আমি শোক জানানোর জন্য এ পার্লামেন্টে দাঁড়াইনি। আমি তাকে (লিটন) চিনতাম না। সে আমাদের আদর্শের লড়াইয়ের কর্মী ছিল, তাই দাঁড়িয়েছি। এ হত্যার মূল নায়ক হচ্ছে জামায়াত-শিবির ও বিএনপি। এক নম্বর আসামি বেগম খালেদা জিয়া।
স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে গাইবান্ধায় চিরুনি অভিযান পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই হত্যার মূল কাঠামো হচ্ছে জামায়াত-শিবির। সুতরাং কোনো প্রমাণ লাগে না।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের ছোট বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।