Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

seminar pic 01খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭: সংবাদপত্রের স্বাধীনতায় কোন ধরনের হস্তক্ষেপ করেন না দাবি করে দৈনিক আমাদের সময়ের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী বলেছেন, সম্পাদকপর্ষদই সংবাদ বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। গত ২১ জানুয়ারি, ২০১৭ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সাংবাদিকতা বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশকের স্বাধীনতা ও নিরপেক্ষতা’ শীর্ষক সেমিনার তিনি এসব কথা বলেন। সংবাদপত্রের নিরপেক্ষতা রক্ষায় সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। তিনি বলেন, সব সময় নেতিবাচক খবরের দিকে না ছুটে ইতিবাচক খবরও গুরুত্ব দিয়ে প্রকাশ করা উচিত।
সেমিনারে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ, উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন ও জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ-এর প্রধান প্রফেসর কাজী আবদুল মান্নানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।