খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: যে অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে, দোষী সাব্যস্ত হলে আরাফাত সানিকে নিষিদ্ধ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কথা মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন। নিজ কার্যালয়ে এদিন সংবাদ সম্মেলন ডেকেছিলেন বোর্ড প্রধান। সেখানে নানা বিষয়ের সাথে হালের আলোচিত ‘সানি কেলেঙ্কারি’ও আসে। নাজমুল হাসান স্পষ্ট জানালেন, দোষী হলে কোনো ছাড় পাবেন না সানি। যেমন ছাড় পাননি আগে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়ানো ক্রিকেটাররা।
নাজমুল হাসান বলেছেন, ‘এমন বিষয় বিসিবি কখনো বরদাস্ত করেনি। করবেও না। এই ধরনের কাজ করে কেউ যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই সে নিষিদ্ধ হবে। তার আগে অবশ্যই বিষয়টি প্রমাণ হতে হবে।’ তিনি বলেছেন, এর আগে যারা এমন ঘটনায় জড়িয়েছে তাদের সমর্থন করেনি বিসিবি। নাজমুল হাসান বলেছেন, ‘যদি নারী কিংবা অন্য কারণে আদালতে কেউ দোষী হয় তাহলে তেমন ক্রিকেটার আমাদের দরকার নেই।’
গেল রোববার জাতীয় দলের বাইরে থাকা স্পিনার সানি গ্রেফতার হন। তার বিরুদ্ধে তার স্ত্রী দাবি করা নাসরিন সুলতানার অভিযোগ, সানি ফেসবুকে তাকে ব্ল্যাকমেইল করেছেন। তার নগ্ন ছবি ছেড়েছেন ফেক আইডি ব্যবহার করে। এরপর সানির বিরুদ্ধে যৌতুকের মামলাও করেছেন তিনি। একদিনের রিমান্ডে ছিলেন সানি। এরপর মঙ্গলবার জামিন আবেদন নাকচ করে দিয়ে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। এখন দেশ তোলপাড় এই কেলেঙ্কারিতে।
দেশের জার্সিতে ১৬টি ওয়ানডে ও ১০টি টি-টুয়েন্টি খেলা সানির আগে সর্বশেষ জাতীয় দলের ক্রিকেটাররা বিতর্কে জড়িয়েছেন কিছুদিন আগেই। বিপিএল চলাকালে নারী কেলেঙ্কারির কারণেই সাব্বির রহমান ও আল-আমিন হোসেনকে বড় অংকের আর্থিক জরিমানা করেছিল। আর এ নিয়ে ২০১৫ সালের শুরু থেকে এই সময় পর্যন্ত জাতীয় দলের সাথে নাম থাকা তিন ক্রিকেটার গ্রেফতার হয়ে জেলে গেলেন। ২০১৫ বিশ্বকাপের আগে নারী কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছিলেন পেসার রুবেল হোসেন। গত বছর শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেফতার হন পেসার শাহাদাত হোসেন। এইসব মনে করে হতাশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। তবে এও বলেছেন, কেলেঙ্কারিতে জড়ানো ক্রিকেটারদের পক্ষ কখনো নেয়নি বিসিবি। শাস্তিও দিয়েছে প্রয়োজনে। সানির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।