খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: রংপুর-ঢাকা দিবাকালীন আন্তনগর ট্রেন চালু ও চলমান ট্রেন সমূহে আধুনিক কোচ সংযোজন এবং বন্ধ থাকা সকল ট্রেন চালুর দাবীতে রংপুর রেলষ্টেশন ঘেরাও ও রেলপথ অবরোধ করে রেখেছে বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের নেতৃবৃন্দ।
আজ সকাল ৮ টা থেকে দাবী মানা না পর্যন্ত এই কর্মসূচী দিনব্যাপী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, রংপুর বিভাগ উন্নয়ন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী। এর ফলে রংপুরের সাথে উত্তরাঞ্চল সহ ১২ টি রুটে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা পড়েছে চরম দূর্ভোগে। নেতৃবৃন্দ দিবাকালীন ট্রেন চালুসহ দাবী মেনে নেয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।