Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

International-Crimes-Tribunখােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: বাগেরহাটের আব্দুল আলী মোল্লা (৭৫) নামের একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলার আসামিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার উদানখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কচুয়া উপজেলার উদানখালী এলাকার মৃত হোসেন মোল্লার ছেলে। মঙ্গলবার রাতেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মধ্যে ৭১এর কুখ্যাত রাজাকার আব্দুল আলী মোল্লাকে ঢাকায় নেয়া হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবিরুল ইসলাম মোল্লা বলেন, আটক আব্দুল আলী মোল্লা ১৯৭১ সালের ২৩মার্চ সকাল ১০টায় একই এলাকার উকিল উদ্দিন মাঝীকে বাড়ী থেকে ধরে নিয়ে বাড়ীর সামনে তৎকালিন আলীপুর সংলগ্ন উদানখালী কাঠেরপুলের উপর অমানুষিক নির্যাতন করে হত্যা করে। পরে ২০০৯ সালের ২৮জুন উকিল উদ্দিন মাঝীর স্ত্রী বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা করেন। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার উদানখালী গ্রামের তার নিজ বাড়ী থেকে আব্দুল আলী মোল্লাকে আটক করা হয়।