খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: আগামীর স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণ সমাজ। এই তরুণ সমাজকে হতে হবে মাদকাসক্তি মুক্ত। বায়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর এবং নব্বইয়ের আন্দোলন সফল করেছে তরুণ সমাজ। তাই মাদকবিরোধী আন্দোলনে তরুণ সমাজকেই নেতৃত ¡দিতে হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খন্দকার রাকিবুর রহমান।
গতকাল বুধবার বিকেলের দিকে রাজধানীর শ্যামলীর আশা ইউনিভার্সিটির ক্যাম্পসে ডিএনসি আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, তরুণ শিক্ষার্থীদেরকে শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ারের বিষয়টি মাথায় রেখে মাদক থেকে নিজেকে দূরে রাখতে হবে।
মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত সমাবেশে বিশষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন আশা ইউনির্ভাসিটির আর্ট ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. আবু দাউদ হাসান, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার শেখ মো. রজব আলী, সঙ্গিত শিল্পী সৈয়দ হায়দার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএনসি’র উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা।
হায়দার হোসেন তার বক্তব্যে তরুণ শিক্ষার্থীদের হতাশ হতে নিষেধ করেন। তিনি বলেন, হতাশা থেকেই মাদকাসক্তির সৃষ্টি হয়। অনেক বরেণ্য শিল্পী দেখেছি যারা মাদকাসক্তির কারণে শুধুই ক্যানিয়ার নয় জীবন থেকেই হারিয়ে গেছে