Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭:  65কুয়েতে এক বাংলাদেশী এবং রাজপরিবারের এক সদস্যসহ সাতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে।
ফাঁসি কার্যকর হওয়া অন্যদের মধ্যে একজন ফিলিপাইনের নাগরিক, একজন ইথিওপিয়ার নাগরিক, একজন কুয়েতি নাগরিক এবং দুজন মিশরীয় নাগরিক রয়েছেন।
কুনা জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা জঘন্য ঘটনা ঘটিয়েছিল।
বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশন নিহত বাংলাদেশীর নাম শাহ আলম বলে জানিয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এবং কী অপরাধে তাকে দণ্ডিত করা হয়েছিল তা জানা যায়নি।
ফাঁসি কার্যকর হওয়া রাজপরিবারের সদস্য ফয়সাল আবদুল্লাহ আল জাবের আল সাবাহ পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
এছাড়া ফাঁসি কার্যকর হওয়া ফিলিপাইনের নাগরিক গৃহকর্মী জাকাতিয়া পাওয়া মালিকের মেয়েকে হত্যার দায়ে দণ্ডিত হন।
কুয়েতে সর্বশেষ ২০১৩ সালে তিনজনের ফাঁসি কার্যকর করা হয়েছিল। দণ্ডিত ওই তিনজনের একজন পাকিস্তানি নাগরিক, একজন সৌদি নাগরিক এবং একজন বেদুঈন (নাগরিকত্বহীন মরুবাসী)।