খােলা বাজার২৪, শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭: সাংবাদিক নির্যাতনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি বলেন, ‘কাল হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করা হয়। তাৎক্ষণিক আমার জানা ছিল না কোন সাংবাদিককে কী করা হয়েছে।’
রামপাল বিদ্যুৎকেন্দ্রবিরোধী হরতাল চলাকালে সাংবাদিকের ওপর পুলিশের হামলার ব্যাপারে গতকাল শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, ‘সাংবাদিক নির্যাতন পুলিশে করে না। মাঝেমধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়, এটা স্বাভাবিক। আপনারা দুজন বন্ধু যদি একসঙ্গে চলেন ধাক্কাধাক্কি তো লেগেই যায়। এই ধরনের একটা কিছু হয়েছে।’
তারপর আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের সখিপুরে এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আবার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এখন যেটুকু আমি জেনেছি, যদি এ ধরনের কোনো ঘটনা পুলিশ করে থাকে তবে তার বিচার অবশ্যই হবে। এর ফুটেজ আমাদের কাছে আসছে। আমরা এর যাচাই-বাছাই করে দেখছি। আমাদের একটি তদন্ত কমিটি হয়েছে। যে ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছি।’
শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গ টেনে আরো বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমাদের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। তাঁরা বিভিন্ন সময় যে বিভিন্ন সংবাদ আমাদের এনে দেয় সেগুলো আমরা দেখি। দেখার প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করি। সাংবাদিকদের সঙ্গে পুলিশেরও একটা সুসম্পর্ক আছে।’
উপজেলার সৃষ্টি সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল-সখিপুরের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল সদরের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য মনোয়ারা বেগম, পুলিশ সুপার মাহবুব আলম, সখিপুর উপজেলার চেয়ারম্যান শওকত শিকদার, সখিপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।
গত বৃহস্পতিবার রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে রাজধানীতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধা বেলা হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন “িার ও ক্যামেরাম্যান আবদুল আলীম পুলিশের নির্যাতনের শিকার হন।