Sun. Aug 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭: 56পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন ধর্মকে বাদ দিয়ে কোন জীবন হয়না। সমাজে ধর্মকে কটাক্ষ করে ধর্মকে বাদ দিয়ে কোন পাত্র বাংলাদেশে হয়না। শিক্ষার কাঠামো ও শিক্ষানীতি বিজ্ঞান ভিত্তিক হওয়া দরকার। অসাম্প্রদায়িক চেতনা যাতে শিক্ষার মধ্যে না আসে সে লক্ষ্যে কাজ করা দরকার । অনেক সময় সিলেবাসে অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা ঢুকাতে গিয়ে প্রতিষ্ঠিত ধর্মীয় সামাজিক সংস্কৃৃতির বিরুদ্ধে কাজ করে। পূর্বেকার সমাজে নৈতিক ও সামাজিকতা ছিল। বর্তমান সমাজে সেটা কমে গেছে। আইজিপি বলেন জঙ্গি দমনে পুুলিশের সফলতা আছে। জঙ্গিদের কে দাবিয়ে রাখা হয়েছে। তবে নির্মূল করা সম্ভব না। কেননা ওরা সমাজের রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়েছে। তাদেরকে দমন করতে হলে সমাজের সকলের সহযোগিতা করতে হবে। জঙ্গি এবং মাদক সেবী ও ব্যবসায়ীর সমাজের শত্রু জনগনের শত্রু। এরা টাকার জন্য পিতা মাতাকে ও খুন করে। একটা দেশের সফলতা নির্ভর করে পুলিশের কাজের উপর । আমি সেটা করে থাকি। আমি সব সময় মানুষের উপকারের জন্য কাজ করি। পুলিশের আইজি হিসেবে আমার যে ক্ষমতা তা জনকল্যানের জন্য করি। রোববার সকাল ১১টায় পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাক্তন ছাত্রছাত্রি পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পদ্মাসেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, শরীয়তপুর পৌরসভার চেয়ারম্যান রফিকুল ইসলাম কোতোয়াল ,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, এসডিএস এর নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমান,শরীযতপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরমোহাম্মদ কোতোয়াল,গিয়াস উদ্দিন পাহাড়সহ অনেকে । এ সময় অনুষ্ঠানে যোগদেন পুলিশের মিডিয়াএবং প্লানিং ডিআইজি একেএম শহিদুর রহমান ,পিবিআই ডিআইজ বনোজ কুমার মজুমদার, অতিরিক্ত ডিআইজি ফাইন্যাান্স আবু হাসান তারিক, কর্নেল ডাঃ শামীম ওয়াহিদ,মাদারীপুরের পুলিশ সুপার,সারোয়ার হোসেন, হাইওয়ে পুলিশ সুপার মোঃ সাজিদ হোসেন, শিক্ষক জালাল আহম্মেদ , সালামত উল্লাহ শিকদার,আসমত আলী খান, মিজানুর রহমান শাহিন,সাংবাদিক আবুল হোসেন সরদার, কেএম রায়হান কবীর,শিক্ষক শাহ আলম খান, মোঃ সেলিম ঢালি প্রমূখ।

অন্যরকম