Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখােলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭: প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ডোনাল্ড ট্রাম্প হুংকার দেন যুক্তরাষ্ট্রের মাটিতে পা ফেলতে পারবে না সাতটি মুসলিম দেশের নাগরিক। প্রবেশ বন্ধ শরণার্থীদের। ফলে ভোগান্তিতে পড়ে ওই সাতটি দেশের নাগরিকরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে নেমেই হয়রানির শিকার হয় তারা। এই হয়রানির তালিকা থেকে বাদ যায়নি শিশুও।
ট্রাম্পের নির্বাহী আদেশের জের ধরে স্থানীয় সময় শনিবার মায়ের কোল ছাড়া হয় এমনই এক শিশু। শিশুটির বয়স পাঁচ বছর। ওয়াশিংটন ডিসির ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে চার ঘণ্টা আটকে রাখা হয়। এ সময় তাকে দেখা করতে দেওয়া হয়নি মায়ের সঙ্গেও। মার্কিন নাগরিক ওই শিশুটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা। তবে তার মা ইরানের নাগরিক। সমস্যাটা এখানেই। ট্রাম্পের ঘোষণা করা নিষিদ্ধ সাত দেশের তালিকায় রয়েছে ইরানও।
এ বিষয়ে মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি বার্তায় জানান, শিশুটি যে যুক্তরাষ্ট্রে আসবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই জানানো ছিল। পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও শিশুটিকে কেন ছাড়া হবে না বা তাকে কেন আটকে রাখা হয়েছে তা জানানো হয়নি।
তবে লম্বা চার ঘণ্টা আটকে রাখার পর শিশুটিকে মুক্তি দেওয়া হয়। শিশুটির দেখা হয় তার মায়ের সঙ্গে। আনন্দঘন সেই মুহূর্তটি ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায়। ভিডিওটিতে দেখা যায় ছেলের মুখে বার বার চুমু খাচ্ছেন মা। সেই সময় তাঁদের দুজনকে ঘিরে পরিবারের অন্য সদস্যদের দেখা যায়। তবে এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি ওই শিশুটির মা।
এর আগে স্থানীয় সময় শুক্রবার সাতটি মুসলিম দেশের জনগণ ও শরণার্থীদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ইসলামি জঙ্গিদের দূরে রাখার জন্য এটি একটি পদক্ষেপ। আমরা তাদের এখানে চাই না।’ তিনি বলেন, ‘যারা আমাদের সেনাদের জন্য হুমকি, তাদের আমরা নিতে পারি না। আমরা তাদেরই নেব, যারা আমাদের দেশ ও দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসে।’