Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখােলা বাজার২৪, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭:নোয়াখালীর সুধারামের পশ্চিম শুল্লুকিয়ায় পূর্ব বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা চালিয়ে বাগানের গাছ কেটে লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় হামলার ঘটনায় বাঁধা দেওয়ায় পিটিয়ে ৪জনকে আহত করা হয়েছে।

গত রোববার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার পশ্চিম শুল্লুকিয়া গ্রামের আবু মিয়ার বসত বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- পশ্চিম শুল্লুকিয়া গ্রামের আবু মিয়ার পুত্র মোহাম্মদ সুমন (৩২), আবু মিয়া (৬০), আবু মিয়ার স্ত্রী খুকি বেগম (৫০) ও আবু মিয়ার পুত্র বধু রুমি বেগম (২৬)।

স্থানীয় সুত্র ও আবু মিয়া জানান, উপজেলার পশ্চিম শুল্লুকিয়া গ্রামের মফিজ উল্যাহ ও রফিক উল্যাহ বাবুলের সাথে দীর্ঘ দিন যাবৎ আবু মিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ চলে আসছিল। গত রোববার সকালে পূর্ব বিরোধের জের ধরে মফিজ উল্যাহ, রফিক উল্যাহ বাবুল, মফিজ উল্যার পুত্র রিয়াজ সহ ৭/৮ জন সঙ্গবদ্ধ লোক দেশীয় অস্ত্রসত্র নিয়ে আবু মিয়ার বসত বাড়িতে হামলা চালিয়ে আবু মিয়ার বসত বাড়ির বিপুল সংখ্যক ফলজ ও বনজ গাছ কেটে ফেলে। এসময় আবু মিয়া ও তার পরিবারে সদসরা হামলাকারীদের বাঁধা দিলে তারা আবু মিয়া, আবু মিয়ার পুত্র মোহাম্মদ সুমন, স্ত্রী খুকি বেগম ও পুত্র বধু রুমি বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় আহতদের শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা আহত খুকি বেগম ও রুমি বেগমের শরীর থেকে স্বর্ণ অলংকার সহ মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত সুমনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করেন।

সুধারাম মডেল থানার এসআই ইমতিয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর সরেজমিন তদন্ত করে এসে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।