Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61খােলা বাজার২৪, শনিবার,৪, ফেব্রুয়ারি ২০১৭: রাজনৈতিক কোন্দলের ব্যাপারে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। দলের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গোটা বিশ্বে যেখানে সামাজিক অস্থিরতা আছে সেখানে বাংলাদেশ তো বিশ্বের বাইরে নয়। সামাজিক অস্থিরতার কারণে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি হচ্ছে।’’ শনিবার কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চেক বিতরণী অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন। দ্বৈত নাগরিকত্ব আইন সম্পর্কে বিএনপির মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘‘পৃথিবীর সব দেশেই দ্বৈত নাগরিকত্ব আইনের প্রচলন আছে। বাংলাদেশের সন্তান পৃথিবীর অন্যদেশে জন্মগ্রহণ করলে তারা সে দেশের যেমন নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে ঠিক তেমনি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে।’’ তিনি মন্ত্রিপরিষদের সিদ্ধান্তকে যথার্থ বিবেচনা করে বলেন, “সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ পদে থেকে দ্বৈত নাগরিকত্ব বাঞ্ছনীয় নয়।’’ বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এবং এ কারণে তাদের নেতাদের ভেতর হতাশা সৃষ্টি হওয়ায় তারা প্রলাপ বকছে বলেও মন্তব্য করেন হানিফ। এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইবাদত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জেব উন নেসা সবুজসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয় কতৃক পরিচালিত জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে মহিলাদের আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৯০জনের মাঝে প্রত্যেককে ১৫হাজার টাকার ক্ষুদ্র ঋনের চেক বিতরন ও ৫জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করেন মাহবুব উল আলম হানিফ।