Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

aoat.............................1খােলা বাজার২৪, শনিবার,৪, ফেব্রুয়ারি ২০১৭:  আজ ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস-এর উদ্যোগে বিকাল ৫.০০টায় প্রফেসর আক্তার ইমাম অডিটরিয়াম,আক্তার ইমাম প্রিয়প্রাঙ্গান-সেগুন বাগিচা ঢাকায়  “মাস ব্যাপী মাতৃভাষা উৎসব”
উক্ত উৎসবে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি ও মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মোঃআমিরুল ইসলাম,ভাষা সৈনিক রেজাউল করিম,বিশেষ অতিথি পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রনালয়,উপ-সচিব তপন কুমার পরিকল্পনা মন্ত্রনালয়,বীর মুক্তিযোদ্ধা মোঃআনোয়ার হোসেন (অবঃ ডি,আই,জি) ড.নাসির উদ্দিন খান (অবঃউপ-পুলিশ কমিশনার)ও সাংবাদিক আতাউল্লাহ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডঃ লুৎফর আহসান বাবু চেয়ারম্যান ইউনাটেড মুভমেন্ট হিউম্যান রাইটস।
উক্ত অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে “মানবাধিকার শান্তি পদক-২০১৬” প্রদান করা হয়।
সংগঠনের ৩সদস্যের জুড়িবোর্ড নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার ৪নং বাহাগীলি ইউনিয়নের নয়ান খালে অবস্থিত গ্রামীন উন্নয়ন সংস্থা(ভি.ডি.ও)-এর নির্বাহী পরিচালক মোঃ এমদাদুল হক-কে সমাজে বিশেষ অবদান রাখার জন্য সফল এনজিও ব্যক্তিত্ব ও সমাজ সেবক হিসাবে চূড়ান্ত ভাবে অনুমোদন দেন এবং “মানবাধিকার শান্তি পদক-২০১৬”প্রদান করেন।